Top
সর্বশেষ

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ব্যাংকিং: হিসাবধারী সোয়া ২ কোটি মানুষ

০৬ মার্চ, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ব্যাংকিং: হিসাবধারী সোয়া ২ কোটি মানুষ
সাখাওয়াত প্রিন্স :

দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ২ কোটি ২৫ লাখ মানুষ এখন ব্যাংক হিসাবধারী। ১০ বছর আগে সমাজের সুবিধাবঞ্চিত এই মানুষেরা ছিলেন আর্থিক সেবার বাইরে। এখন ১০ টাকার ব্যাংক হিসাব খুলতে পারছেন হতদরিদ্র, ছিন্নমূল ও কর্মজীবী পথশিশু এমনকি ভিক্ষুকও। এদের মধ্যে অতি দরিদ্র রয়েছেন ২৮ লাখ ৫৯ হাজার। কৃষক রয়েছেন ৯৭ লাখ ২৮ হাজার। বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইনক্লুশন বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী মানুষের মধ্যে ২ কোটি ২৫ লাখ ৮ হাজার ২২টি হিসাব রয়েছে। তাদের রাখা আমানতের পরিমান ২ হাজার ৩৪৩ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের এই ডিসেম্বর প্রান্তিক তুলনা করে হিসাব বেড়েছে ২ দশমিক ০৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মহামারি করোনার মধ্যেও ১০, ৫০ ও ১০০ টাকার হিসাব খোলায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। তবে কৃষকের হিসাব কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তারা বলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দুটি সরকারি ব্যাংকে কৃষকের হিসাব সঠিকভাবে হালনাগাদ না করায় এগুলো বাদ পড়েছে।

২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংকে কৃষকের নামে খোলা হিসাবের সংখ্যা দাঁড়ায় এক কোটি এক লাখ ৮৬ হাজার ৬০৫টি। ২০২০ সালের ডিসেম্বরে এসে সেটি কমে দাঁড়িয়েছে ৯৭ লাখ ২৮ হাজার ৫১৮টি। তবে কৃষকের হিসাব কমলেও জমার পরিমাণ বেড়েছে। ২০১৯ সালে কৃষকের হিসাবগুলোতে জমার পরিমাণ ছিল ৩৫১ কোটি ৭৬ লাখ টাকা। গত বছর শেষে তা বেড়ে হয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা। সব মিলে গত বছর শেষে ১০, ৫০ ও ১০০ টাকার মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ২৫ লাখ আট হাজার ২২টি। এসব হিসাবে মোট জমার পরিমাণ দুই হাজার ৩৪৩ কোটি ৪০ লাখ টাকা।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মোট হিসাবের কৃষকের ১০ টাকার হিসাব রয়েছে ৪৩ শতাংশ। যা জুলাই-সেপ্টম্বর প্রান্তিকের চেয়ে চলতি ডিসেম্বর প্রান্তিকে ০.৩১ শতাংশ বেড়েছে। মুক্তিযোদ্ধা ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগী (এসএসএন) জনগোষ্ঠীর হিসাব পূর্বের প্রান্তিকের চেয়ে ১.৭৪ ও ১.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকসহ বিভিন্ন বিভাগে সুবিধাবঞ্চিত মানুষের ৬৮ লাখ ৭৮ হাজার ১০৬টি হিসাবে ভর্তুকি ও বেতন পাঠানো হয়। প্রান্তিক এ প্রতিবেদনে দেখা গেছে ১,২৪,০৩৯টি হিসাবে বিদেশি রেমিটেন্স এসেছে ৪৯৯ কোটি ৪১ লাখ টাকা। যদিও ডিসেম্বর প্রান্তিকে পোশাক শ্রমিকদের ৫,৮৯৯টি হিসাব কমে বর্তমানে দাঁড়িয়েছে ৪,৪৫,৭২১টি। মোট হিসাবের ১.৩০ শতাংশ কম।

কেন্দ্রীয় ব্যাংকের এ প্রতিবেদন অনুযাই বর্তমানে কৃষকের হিসাব সংখ্যা ৯৭,২৮,৫১৮টি যাদের আমানত পরিমান ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা। অতি দরিদ্র জনগোষ্ঠীর হিসাব ২৮,৫৯,০৭৯ টি আমানতের পরিমান ২০২ কোটি ১৯ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের হিসাব রয়েছে ৩,৩১,৭৮০ টি আমানত রয়েছে ৫২৮ কোটি ৭ লাখ টাকা। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগী (এসএসএন) জনগোষ্ঠীর হিসাব রয়েছে ৭৮,৭৩,৫৮৪ টি যাতে আমানত রয়েছে ৭৫১ কোটি ৬৩ লাখ টাকা। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের হিসাব ৪,৪৫,৭২১ টি আমানত রয়েছে ১৫৮ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া অন্যান্যদের হিসাব রয়েছে ১,২৬১,৬৭৩টি যাতে আমানত রয়েছে ২৯৫ কোটি ৭১ লাখ টাকা।

চলতি অর্থ বছরের ২০২০ এর ডিসেম্বর প্রান্তিকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ১০/৫০/১০০ টাকার মোট হিসাব আগের প্রান্তিকের চেয়ে বেড়েছে ২.৫ শতাংশ। এছাড়া পূর্বে অর্থবছরের ডিসেম্বর প্রান্তিকের চেয়ে বেড়েছে ৯.৬৯ শতাংশ। এছাড়া মোট আমানতের চলতি অর্থবছরের ডিসেম্বর প্রান্তিকের চেয়ে বেড়েছে ৭.৪৬ শতাংশ। পূর্বের অর্থবছরে একই প্রান্তিক অনুযাই হিসেবে কমেছে ০.৫৪ শতাংশ।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মোট হিসাবের অধিকাংশই রয়েছে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে। যাতে রয়েছে ১,২৭,৬০,৭৮০টি হিসাব যা মোট হিসাবের ৫৭ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে হিসাব রয়েছে ১৯ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে হিসাব রয়েছে ১৪ শতাংশ এছাড়া বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব রয়েছে ০০.৬ শতাংশ।

সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠী নিয়ে ব্যাংকিং কর্মকাণ্ডে শীর্ষস্থানীয় ৫টি ব্যাংকে মোট হিসাবের ৮২.৮৫ শতাংশ হিসাব রয়েছে। যার মধ্যে অন্যতম হলো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এতে হিসাব রয়েছে ২৬.০৮ শতাংশ। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক যাতে হিসাব রয়েছে ১৯.১৫ শতাংশ। অগ্রণী ব্যাংক যাতে হিসাব রয়েছে ১৫.২২ শতাংশ, এরপর জনতা ব্যাংক এখানে হিসাব রয়েছে ১২.৩৬ শতাংশ, শীর্ষের দিকে সর্বশেষ রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাতে হিসাব রয়েছে ১০.০৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকা জমাকরণের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা যাচ্ছে। ২০১০ সাল থেকে কৃষকসহ আর্থিক সেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য এ ধরনের অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এসব হিসাব সচল রাখতে ২০১৫ সালে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে। যেখান থেকে মাত্র সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাংকের এইসব গ্রাহককে কোনও চার্জ বা ফি দিতে হয় না। এসব গ্রাহকের হিসাবে ন্যূনতম স্থিতি রাখারও কোনও বাধ্যবাধকতা নেই।

শেয়ার