Top

নেপালের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশ, জানালেন সাকিব

১৬ জুন, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
নেপালের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশ, জানালেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে আছে বাংলাদেশ। যা গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেই নিশ্চিত হয়ে যাবে। সে লক্ষ্যে আগামীকাল (সোমবার) নেপালের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্ত’র দল। কাগজে-কলমে নেপাল ছোট দল হলেও, তাদের খাটো করে দেখছে না বাংলাদেশ। সেজন্য নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলার কথা জানান তানজিম হাসান সাকিব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের এই প্রতিনিধি বলেন, এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দেবো, সেরাটা দেওয়ার চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট-বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায়, কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।

শরিফুল ইসলামের ইনজুরিতে বাংলাদেশের একাদশে সুযোগ পান তানজিম সাকিব। এরপর দুর্দান্ত পারফরম্যান্সে সেই জায়গাটা একপ্রকার নিজের করে নিয়েছেন তিনি। কারও অনুপস্থিতিতে সুযোগ পাওয়া নিয়ে এই পেসারের ভাষ্য, ম্যাচ খেলব কি খেলব না এটা নিয়ে ভাবি না। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কম্বিনেশনের কারণে না খেলা হলে আলাদা ব্যাপার। আমি সবসময় প্রস্তুত থাকি। সুযোগ পেলে তিন বিভাগেই শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়। দলের জন্য আমি শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।

এর আগে বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে নেপালের অধিনায়ক রোহিত পৌডেল বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে কেন আমরা এখানে। এই পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। আজ জিতলে বাংলাদেশ-নেপাল ম্যাচটা অনেকটা নকআউট গেম হয়ে যেত। শেষ ম্যাচে আমরা আমাদের গর্বের জন্য খেলব।

উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে নেপালের বিপক্ষে শান্তদের ম্যাচটি। যেখানে জয় পেলে টাইগারদের সুপার এইটে ওঠায় আর কোনো বাধা থাকবে না। তবে হেরে গেলে, তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। সেখানে ডাচরা জয় পেলে নেট রানরেটে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে সুপার এইটে।

এএন

শেয়ার