তৃতীয় কিস্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহিবল-আইএমএফের ঋণের ১১১ কোটি ৫০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।
সোমবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির পর্ষদ সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
তিনি জানান, আজকে আইএমএফের সভায় বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তির ১১১ কোটি ৫০ লাখ ডলার প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এ অর্থ আইএমএফ থেকে ছাড় করে বাংলাদেশ ব্যাংকের ওয়াশিংটনের হিসাবে স্থানান্তর করা হবে। এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ-এ যোগ হবে।
এএ