Top

দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল

০৯ জুলাই, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৬৮ বারে ৪৮ লাখ ৪৫ হাজার ৭৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৬৮ বারে ৪১ লাখ ১১ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪৩ বারে ২৯ লাখ ১৭ হাজার ৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এইচআর টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৭৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ, দ্য পেনিনসুলার ৯.২৮ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.১৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.২৯ শতাংশ এবং ই-জেনারেশনের ৭.৮৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার