Top

আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক শিক্ষার্থীদের

১১ জুলাই, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক শিক্ষার্থীদের

সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে আইন পাস করার দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলা ব্লকেড কর্মসূচি শেষে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা

নাহিদ জানান, এক দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও বাধা প্রদানের প্রতিবাদ এবং বাধাদানকারীদের বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় সারাদেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার সংক্রান্ত আইন পাসের আহ্বান জানান আন্দোলনকারীরা।

শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘সংসদে আইন কর, বৈষম্য দূর কর’সহ নানা স্লোগান দেন।

এএন

শেয়ার