Top

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

আগের দিন ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছার পর স্থিতিশীল মূল্যবান ধাতু স্বর্ণের দাম। স্পট মার্কেটে প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৬২৫ ডলার ৫২ সেন্টে। অন্যদিকে ফিউচার মার্কেটে দশমিক ১ শতাংশ দাম কমে ২ হাজার ৬৫০ ডলার ৩০ সেন্টে নেমে যায়। এর আগে গত সোমবার ২ হাজার ৬৩৫ ডলার ২৯ সেন্টে পৌঁছেছিল মূল্যবান ধাতুটির দাম। খবর বিজনেস টাইমস।

সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তারা আগামী বছর নাগাদ আরো সুদহার কর্তনের কথা জানিয়েছেন। তাদের মন্তব্যের পরই ঊর্ধ্বমুখী হয় স্বর্ণের বাজার। সাড়ে তিন বছরের বেশি সময় পর গত বুধবার ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমিয়েছে ফেড।

শিকাগোর ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, ‘আমি আশা করছি, পরবর্তী বছরগুলোয় সুদহার আরো কমানো হবে। কারণ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে উদ্দীপিত করার লক্ষ্যে ধীরে ধীরে সুদহার কমানোর চেষ্টা করছে, যাতে শ্রম বাজারকে বিপর্যস্ত না করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়।’

গত সোমবার আটলান্টা ফেডের প্রেসিডেন্ট রাফায়েল বোস্টিক ও মিনিয়াপোলিস ফেডের প্রেসিডেন্ট নিল কাশকারিও সম্প্রতি বড় আকারের সুদহার পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন।

এদিকে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) বাজার প্রত্যাশা পর্যবেক্ষণকারী টুল সিএমই ফেডওয়াচের তথ্যানুযায়ী, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা চলতি বছরের শেষ নাগাদ ৭৫ বেসিস পর্যন্ত সুদহার কমানোর সম্ভাবনা দেখছেন।

এনজে

শেয়ার