গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, শ্রমিক ভাইবোনদের প্রতি অনুরোধ থাকবে, কারো উসকানিতে পা দিয়ে, মিল কারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। কোন ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না। আপনাদের যদি কোন দাবী থাকে, অন্যায্য, অবিচার, অন্যায়ের বিষয় থাকে দেশের জনগনকে সাক্ষী রেখে কথা বলছি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয়ে যাবেন, আপনাদের প্রত্যেকটি দাবী আদায়ে আমরা রাজপথে থাকব এবং আলোচনার মাধ্যমে সমাধানও করব।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত গাজীপুর, সাভার, আশুলিয়া অস্থির হয়ে উঠছে। আমরা পরিষ্কারভাবে বলি শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদ লড়াই করেছে। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। নূণ্যতম মুজুরী কিংবা জিনিস পত্রের দামের প্রতিবাদে গণ অধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল। যখন চট্টগ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের গুলি করে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, নূন্যতম মুজুরী বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের লাঠি চার্জ করা হয়, বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হয় আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি। আগামীতে শ্রমিকদের যে কোন যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে শ্রমিক অধিকার এবং আমরা অগ্রভাগে থাকবো।
নূর আরও বলেন, ৪৫ থেকে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়াসহ যারা বাংলাদেশের প্রতিনিধি, বিশেষ করে আমাদের কথিত স্বৈরাচার, তার দোসররা এই রপ্তানীমুখী খাতকে এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ খবর পেয়েছি। আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই সরকারের মাত্র দুই মাস হয়েছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ও অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। কয়েক লাখ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে।
শ্রমিকদের উদ্দেশ্যে নূর বলেন, এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশ যেন একটি ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত হয় তাই তারা নানামুখী চক্রান্ত করছে। তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টসহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। আমরা পরিষ্কার ভাবেই বলছি গার্মেন্টসহ শ্রমিকদের যে নূন্যতম মুজুরীর দাবী ২০ হাজার টাকা অত্যন্ত যৌক্তিক দাবী। গার্মেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবি মানুষেরা ওভারটাইমের জন্য যে বেতনের দাবী করছে তা তাদের যৌক্তিক দাবী। অতিরিক্ত কাজ করালে মানসম্মত নাস্তা দেওয়া যৌক্তিক দাবী।
তিনি বলেন, আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই, পরিকল্পিতভাবে রাষ্ট্র গঠনে আমাদেরকে কাজ করতে হবে, পরিবল্পনা নিতে হবে। আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত এবং সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী শিশুর আগমন ঘটে। মেধাবী শিশু তৈরি হলেই আগামীর সুন্দর ভবিষ্যত গড়ে উঠবে। শ্রমজীবি মানুষ চিকিৎসা পায় না, ঢাকা মেডিকেল কলেজের বারান্দায় ঘুরতে ঘুরেতে পায়ের জুতা, স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। পিজিতে একটা সিট পাওয়া যায় না। বেসরকারি হাসপাতালে সবাই সেবা নিতে পারে না।
অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ৫৩ বছরে আপানারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করুন।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং সঞ্চালনায় করেন অর্থ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ।
এম জি