ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিভর্তি একটি ট্রাকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চক আলাদী গ্রামের মো:নাজমুল হোসেন (২৪) ও একই জেলার সদর উপজেলার চর-ভাঙ্গাবাড়িয়া গ্রামের মো. জাকারিয়া হোসেন (২০)। তারা ট্রাকটির চালক ও হেলপার।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সাতবর্গ এলাকার ইসলামিয়া ফিলিং স্টেশনের সামনে নিরাপত্তা চৌকি বসায় বিজয়নগর থানা পুলিশের একটি দল। এ সময় একটি পণ্যবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে।
ওসি জানান, ভারতীয় চিনিগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে।এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিএইচ