খুলনা প্রতিনিধি: ত্রি-বার্ষিক নির্বাচনের পর বছর না ঘুরতেই আবারও নির্বাচনের পায়তারা করছেন মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের কতিপয় নির্বাচিত কর্মকর্তা। আওয়ামীলীগ সেজে খুলনার শেখ পরিবারের আর্শিবাদ নিয়ে নিবার্চনে জয় লাভ করে এখন তারা বিএনপির কাঁধে ভর করে নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার চেষ্টা করছেন। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে মোংলা বন্দর থেকে কন্টেইনার চুরি, একাধিক লাইসেন্স বাতিল, কাগজপত্র জালিয়াতি ও ভূয়া ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পন্য আমদানীর অভিযোগ রয়েছে বলে এসোসিয়েশন সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশেনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৬) গত ১১ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ সুলতান হোসেন খান সভাপতি এবং শেখ লিয়াকত হোসেন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক হন মাসুদুর রহমান ও সরোয়ার হোসেন। নির্বাচনের পরপরই তারা বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের খুলনার বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কথিত রয়েছে অধিকাংশ কর্মকর্তাই আওয়ামীলীগের সাথে জড়িত এবং শেখ হেলালের আশির্বাদ নিয়েই নির্বাচিত হন।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরপরই হাতে গোনা কয়েকজন কর্মকর্তা ভোলপাল্টে নিজেদেরকে বিএনপির সমর্থক দাবি করতে শুরু করেন। তারা তিন বছরের জন্য যে নির্বাচন গত নভেম্বর ২৩ মাসে অনুষ্ঠিত হয়েছে সেই কমিটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের পায়তারা শুরু করেছেন।
সূত্র জানায়, বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করতে চাইছেন অনেকেই। যারা কিছু দিন আগেও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আতাত করে ১১ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। সেই কমিটির দ্বিতীয় যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন কমিটি ভেঙে দেয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। তিনি গত ৮ সেপ্টেম্বর এক তলবী সভা আহ্বান করেন। কিন্তু সেই সভায় অনেকেই হাজির না হওয়ায় সভা হয়নি। ওই সভা করতে ব্যর্থ হয়ে তিনি আগামী ১১ অক্টোবর ২৪ তারিখে আবারও সভা আহ্বান করেছেন।
এব্যাপারে সরোয়ার হোসেন বলেন, গত ৫ আগস্টের পর অনেকেই এসোসিয়েশনের সভায় নিয়মিত আসেন না। আমাদের সংবিধান অনুযায়ী যারা পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকবেন তারা বাদ পড়বেন। সেই অনুযায়ী আমরা আবারও সভা আহ্বান করেছি। আগামী ১১ অক্টোবর সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন বলেন, কমিটি এখন বহাল রয়েছে। একটি মহল নিজেদের আখের গোছাতে কমিটি ভেঙ্গে দেয়ার চেষ্টা করছে। তারা এখন নিজেদেরকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছে। আসলে তারা সবাই আওয়ামীলীগের সাথে জড়িত। এই চক্রটি আওয়ামীলীগের আশির্বাদ নিয়ে নির্বাচনে জয় লাভ করে এখন বিএনপি সাজার চেষ্টা করছে।
এনজে