Top

দীর্ঘদিন পর মানিকগঞ্জ শহরের পরিত্যক্ত খাল পরিষ্কার

১১ অক্টোবর, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
দীর্ঘদিন পর মানিকগঞ্জ শহরের পরিত্যক্ত খাল পরিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি: বিডি ক্লিনের ৩৬০ জনের সমন্বয়ে মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মানিকগঞ্জ শহরের পরিত্যক্ত খাল পরিষ্কার করছে বিডি ক্লিন।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক ডা.মানোয়ার হোসেন মোল্লা খাল পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

বিডি ক্লিন গাজীপুর, বিডি ক্লিন ঢাকা ও বিডি ক্লিন মানিকগঞ্জের মোট ৩৬০জন সদস্যের সমন্বয়ে দিনব্যাপী চলে এই খাল পরিষ্কার এর কার্যক্রম।

জানা যায়, এক সময় পানি প্রবাহমান এই খালটিতে শহরের বিভিন্ন দোকান ও আবাসিক এলাকার ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি পরিত্যক্ত হয়ে যায়। দিনের পর দিন এই খালটি অপরিষ্কার থাকার কারণে মশার উপদ্রব বেড়েই চলছিলো। এছাড়াও ময়লা আবর্জনা দিয়ে পরিত্যক্ত হওয়ার কারণে খালটিতে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছিলো। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিন এই উদ্যোগ গ্রহণ করেন ।

রাস্তা দিয়ে হেটে যাওয়া একাধিক পথচারী জানান, খালটি দীর্ঘদিন এভাবে পরিত্যক্ত ছিলো। এটা যে খাল আমরা ভুলে গিয়েছিলাম! এই খাল যে পরিষ্কার করতে পারবে, তা ভাবতেই অকল্পনীয় লাগছে ‌।

ফেরদৌস আহমেদ বলেন , এক সময় এই খাল দিয়ে বড় বড় ট্রলার যাতায়াত করতো । আবার অনেকেই এই খালটির মাধ্যমে নৌকায় করে বাণিজ্য করতে আসতো শহরে। পরিত্যক্ত হওয়ার বিষয়টি দুঃখজনক, দিন দিন মশার উপদ্রব বাড়ছে এই পরিত্যক্ত খালের কারণে। মানিকগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনকে অশেষ ধন্যবাদ ।

সাইফুল ইসলাম বলেন, আমরা কখনো খালটি পরিষ্কার দেখিনি । এই প্রথম খালের নতুন একটি রূপ দেখছি ।

সাথী আক্তার বলেন, এটা যে খাল তা আমরা তা মনেই করতাম না কখনো ‌‌। এখানে যে যেভাবে পারে সেভাবে ময়লা ফেলে । আমাদের এসব কার্যক্রম থেকে বিরত থাকতে হবে । তা না হলে কিছুদিন পর আবার পরিত্যক্ত হয়ে যাবে ।

এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমীন বলেন , বিডি ক্লিন আমাদের সহযোগিতা করছে পরিষ্কারের বিষয়, খালটি যেনো পরিষ্কার থাকে সে বিষয়ে জনগণকে সচেতন হতে হবে । এছাড়াও মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ খাল পরিষ্কার রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।

এনজে

শেয়ার