গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকদের বেতন থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পৃথক দুই শ্রমিক সংগঠনের দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জয়দেবপুর থানার ভবানীপুর সাফারী পার্ক হোটেলে টাকা বিতরণের সময় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে সুমনসহ তার ১০/১২ জন সহযোগী ওইদিন রাতে জয়দেবপুর থানায় ওই দুই শ্রমিক নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের (রেজি: নং-বা.জা.ফে-৪২) কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খাঁন এবং বাংলাদেশ তৃণমূল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজি: নং-বি-২১৮২) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।
থানায় দায়ের করা শ্রমিকদের লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার ভবানীপুর (বেগমপুর) এলাকার স্থানীয় পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ কারখানায় বেশ কয়েকদিন পূর্বে বিভিন্ন দাবীতে শ্রমিকেরা কারখানার ভিতরে আন্দোলন করে। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দুই শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করে। পরে শ্রম আইন অনুযায়ী তাদেরকে ৩ মাস ১০ দিনের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা মেনে নেয়। সোমবার (১৪ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ চাকরীচ্যুত প্রায় ২০০ শ্রমিককে কারখানার বাহিরে ভবানীপুর সাফারী পার্ক হোটেলে ডেকে নিয়ে আসে। পরে অভিযুক্ত পৃথক শ্রমিক সংগঠনের ওই দুই কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় বিকেল ৩টা থেকে আমাদের বেতন ও অন্যান্য পাওনা নগদ টাকা কাগজের খামের ভিতরে ভরে পরিশোধ করতে থাকে। এসময় কারখানা কর্তৃপক্ষের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসন বিভাগের কেউ উপস্থিত না থাকলেও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী এবং দপ্তর সম্পাদক সায়েম মোল্লা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ওই দুই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা শামীম খান ও ফাতেমা আক্তার প্রত্যেক শ্রমিকের কাছে ৭ হাজার টাকা দাবী করেন। শ্রমিকেরা তাদের কষ্টার্জিত টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে অভিযুক্তরা ওই দুই শ্রমিক নেতা প্রত্যেক শ্রমিকদের কাছ থেকে জোর করে ৭ হাজার টাকা করে আদায় করেন। ২০০ শ্রমিকের মোট ১৪ লাখ টাকা নিয়ে নেয় তারা। শ্রমিকরা প্রতিবাদ করলে অভিযুক্ত দুই শ্রমিক নেতা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে কোন কারখানায় চাকরি করতে দেবে না বলে হুমকি দেয়। এ ঘটনায় সুমনসহ তার ১০/১২ জন সহযোগী দুই শ্রমিক নেতা শামীম খাঁন এবং ফাতেমা আক্তারসহ তাদের ১০/১৫ জন অজ্ঞাত সহযোগীকে আসামী করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বাংলাদেশ তৃণমূল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তারকে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। তবে, তিনি অন্যান্য সাংবাদিকদের কাছে বলেন, শ্রমিকদের কাছ থেকে জোর করে কোনো টাকা নেওয়া হয়নি। শ্রমিকরা কেউ ৫০০ এবং কেউ দুই হাজার টাকা খুশি হয়ে তাদেরকে দিয়েছেন।
অপর অভিযুক্তজাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খাঁন মুঠোফোনে বলেন, টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা অভিযোগ দিয়েছে এসব তদন্ত করা দরকার। তিনি উল্টো ভুক্তভোগী শ্রমিকদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।
পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ এর এডমিন ম্যানেজার (প্রশাসনিক ব্যবস্থাপক) রেজাকে জিজ্ঞাসা করলে তিনি এসব বিষয়ে কিছুই জানে না বলে লাইন কেটে দেন।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী সাংবাদিকদের বলেন, মালিক পক্ষ আমাকে সহযোগিতার জন্য অনুরোধ করেছিল। আমি শুধু সাহায্য করেছি। টাকা-পয়সার বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হচ্ছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ এর শ্রমিকদের টাকা দুই শ্রমিক নেতাদের বিরুদ্ধে জোর করে নেয়ার একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তারা যেহেতু এ এলাকার না তাই বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এনজে