Top

ঢাকা কলেজ শিক্ষার্থীকে হেনস্তা, ঠিকানা এক্সপ্রেসের ২৫ বাস আটক

১১ নভেম্বর, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
ঢাকা কলেজ শিক্ষার্থীকে হেনস্তা, ঠিকানা এক্সপ্রেসের ২৫ বাস আটক
ঢাকা কলেজ প্রতিনিধি :

‘ঠিকানা এক্সপ্রেস’ বাসে শিক্ষার্থীকে হেনস্তা করার প্রতিবাদে সাইন্সল্যাব ও নীলক্ষেত থেকে ‘ঠিকানা এক্সপ্রেস’ পরিবহনের অন্তত ২৫ টি বাস নিজেদের হেফাজতে নিয়েছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বাস আটক করা শুরু হয়। গত কাল (১০ নভেম্বর) ঢাকা কলেজ শিক্ষার্থীকে বদরুন্নেসা কলেজের সামনে বাস থেকে হেনস্তার প্রতিবাদে পরবর্তীতে আজ সকাল থেকে বাস আটক করতে শুরু করেন একদল সাধারণ শিক্ষার্থী। রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাসগুলো মিরপুর রোডে ও নায়েমের গলিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

বাসের ধাক্কায় আহত শিক্ষার্থীর নাম আশিক ইলাহী তামিম। তিনি ঢাকা কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী।

বাসের হেনস্তায় ঢাকা কলেজ শিক্ষার্থী আশিক ইলাহী তামিম বলেন, আমি ঢাকা কলেজ থেকে যাওয়ার সময় বদরুন্নেসা কলেজের সামনে বাসের কন্টাক্টার মেয়েদের ব্যাক সাইট টাচ্ করে বাসে উঠাচ্ছিল আমি প্রতিবাদ করায় কন্টাক্টার বলল তুমি কে? আমি বললাম, আমি ছাত্র। তখন কন্টাক্টার আমাকে ধাক্কা দিয়ে বলল যা সামনে চেপে যা।

তিনি আরও বলেন, তারা নিয়মিত শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যাবহার করে। তাদের এমন আচারণ থেকে বের হয়ে আসা উচিত।

এ বিষয়ে নিউমার্কেট থানার দায়িত্বরত এসআই ওমর ফারুক বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটে। তবে শিক্ষার্থীদের সাথে কেমন ব্যাবহার করা উচিত এবিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার।

এম জি

শেয়ার