Top
সর্বশেষ

জাবির জিআইএস ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩ নভেম্বর, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
জাবির জিআইএস ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১৫টি ছাত্র এবং ১৫টি ছাত্রী আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৫২ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৮৬ জন শিক্ষার্থী।

বিকেলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৪ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

এম জি

শেয়ার