Top

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন গৃহহীন ছামিনা

১৬ নভেম্বর, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন গৃহহীন ছামিনা

অবশেষে মাথা গোঁজার ঠাঁই হয়েছে গৃহ ও ভূমিহীন মানসিক প্রতিবন্ধী ছামিনার। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাড়ান এবং একটি ঘর করে দিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাসের ব্যবস্থা করে দেয়। ছামিনা বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম মিনাবাজার এলাকার এক ভিক্ষুকের স্ত্রী। স্বামী নেই তার। একজন মানসিক প্রতিবন্ধী। ছিলো না বসবাস উপযোগী একটি থাকার ঘর। একটি জড়াজীর্ণ ঝুঁপড়িতে কোনোমতে রাত কাটাতেন হতদরিদ্র ও অসহায় এই নারী। পরে তাকে নিয়ে বাণিজ্য প্রতিদিন এবং বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে গ্রীণ ভয়েস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। তারা সরেজমিন ঘুরে খোঁজ খবর নিয়ে ছামিনা বেগমের একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা নেবার উদ্যোগ হাতে নেন। যেই কথা সেই কাজ। বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম “গ্রীন নিবাস” এর আওতায়,  গ্রীন ভয়েস তাদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহানুভূতির মাধ্যমে ছামিনা বেগমের জন্য গ্রীন ভয়েস, নাগেশ্বরী শাখার সফল বাস্তবায়নে নির্মাণ করে একটি দোচালা টিনের ঘর। যা শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় ছামিনা বেগমের কাছে হস্তান্তর করেন সংগঠনটির একটি স্বেচ্ছাসেবক টিম। এই ঘরটি তার বহুদিনের শূন্যস্থানের পর একটি স্থিতিশীল আশ্রয়ের মানবিক পদক্ষেপ। যেখানে তার নতুন জীবনযাত্রার সূচনা করবে এবং যেখানে তার আশা এবং স্বপ্নের বাস্তবায়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন গ্রিন ভয়েসের স্বেচ্ছাসেবকরা।

ঘর হস্তান্তরকালে গ্রিন ভয়েসের নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন বলেন, আজ ছামিনা বেগম তার নতুন ঘরে পরিবারের সঙ্গে সুখে শান্তি বসবাসের স্বপ্ন দেখছেন। এটি প্রমাণ করে যে, গ্রীন ভয়েস শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের জীবনের মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভাপতি ইসমাইল হোসেন ছোটন বলেন গ্রীন ভয়েসের এই উদ্যোগ শুধুমাত্র একটি ঘর নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি মানবিক গৌরবের প্রতীক, যা সমাজে সহানুভূতি, সহায়তা এবং মানবাধিকারের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, আবু হাসান আনছারী, গ্রিন ভয়েস নাগেশ্বরী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমনসহ স্থানীয়রা।

এনজে

শেয়ার