Top

বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার উপকরণ জব্দ, গ্রেফতার ২

১৭ নভেম্বর, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
বগুড়ায় সাড়ে ৫০০ বস্তা নকল সার উপকরণ জব্দ, গ্রেফতার ২
জেলা প্রতিনিধি :

বগুড়ার একটি সার কারখানায় বস্তায় বস্তায় পাথর, মাটি ও সিমেন্ট রাখা। যা দিয়ে নকল টিএসপি সার ও কীটনাশক তৈরি করা হতো। নামি-দামি ব্র্যান্ডের মোড়কে ছড়িয়ে দেওয়া হতো বাজারে।

জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বগুড়া পৌরশহরের গোদরপাড়ার নামহীন একটি কারখানায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১৫০ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪০০ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়।

অভিযান টের পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

এ বিষয়ে বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। এসব নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার