Top

সরিষাবাড়ীতে জাস ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

১৭ নভেম্বর, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে জাস ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (প্রতিবন্ধী) মাঝে জাস ফাউন্ডেশনের উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে জাস ফাউন্ডেশনে হলরুমে চলাচলে অক্ষম বৃদ্ধকে চেয়ার দেয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় এতে উপস্থিত থেকে অসহায় বৃদ্ধের হাতে হুইল চেয়ার তুলে দেন জাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তানজিলা সুলতানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য আব্দুল ওয়াহাব, নুরুল ইসলাম, জোবায়দুল ইসলাম, সাহাদাত হোসেন মিলন প্রমুখ।

জাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তানজিলা সুলতানা বলেন, সামাজিক কাজের জন্যই এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র মানুষ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ও তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করার জন্য। এরই অংশ হিসেবে চলাচলে অক্ষম বৃদ্ধ মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের সমাজসেবা মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

এম জি

শেয়ার