Top
সর্বশেষ

জাপানে প্রায় ৮% কমেছে অপরিশোধিত ইস্পাত উৎপাদন

২৩ নভেম্বর, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
জাপানে প্রায় ৮% কমেছে অপরিশোধিত ইস্পাত উৎপাদন

জাপানের নির্মাণ ও উৎপাদন খাতে কমেছে ইস্পাতের চাহিদা। যে কারণে দেশটিতে টানা আট মাস ধরে কমছে অপরিশোধিত ইস্পাতের দাম। এ অবস্থায় গত মাসে ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। সম্প্রতি জাপানের আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ।

ফেডারেশনের তথ্যানুযায়ী, অক্টোবরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৬৯ লাখ ২০ হাজার টনে নেমে এসেছে। তবে সেপ্টেম্বরের তুলনায় উৎপাদন ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ তথ্য খাতের অন্যান্য প্রভাবকের সঙ্গে সমন্বয় করা হয়নি।

বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। ফেডারেশনের এক বিশ্লেষক জানান, দেশটির নির্মাণ খাতে ধীরগতি, কাঁচামালের উচ্চমূল্য, শ্রমিক সংকটের কারণে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে ধীরগতি তৈরি হয়েছে। তাছাড়া দেশটির গাড়ি নির্মাণ শিল্পে মন্থরগতিতে উৎপাদন বাড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এছাড়া ইস্পাত আমদানি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট খাতের ওপর চাপ বেড়েছে।

ফেডারেশনের তথ্য বলছে, জাপানে চাহিদা কমে যাওয়া এবং ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে যাওয়া সত্ত্বেও জানুয়ারি-সেপ্টেম্বরের মধ্যে সাধারণ ইস্পাত আমদানি ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩৭ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। একই সময়ে চীন থেকে আমদানি বেড়েছে ১৪ শতাংশ।

এনজে

শেয়ার