Top

ভোটের মাধ্যমে কমিটি চান কুটি বাজার কমিটির সদস্যরা

২৩ নভেম্বর, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
ভোটের মাধ্যমে কমিটি চান কুটি বাজার কমিটির সদস্যরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

সীমান্তবর্তী কসবা উপজেলার কুটি বাজারটি একটি ঐতিহাসিক বাজার হিসেবে পরিচিত। প্রায় তিন শত বছরের পুরনো এই বাজারটিকে কসবা উপজেলার বানিজ্যিক উপশহর বলা হয়ে থাকে। এই কুটি বাজারের পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষ অবস্থান নিয়েছে। প্রায় পাঁচ বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে আগের কমিটির। প্রতি তিন বছর পর পর এই বাজারের কমিটি গঠনের নিয়ম থাকলেও প্রায় আট বছর আগে কমিটি গঠনের পরে আর কোনো কমিটি গঠনের বিষয়ে কোনো পদক্ষেপ নেননি আগের কমিটি। নিয়ম বহির্ভূত ভাবে তারা এতদিন কমিটি চালিয়েছেন। ওই কমিটির সভাপতি ছিলেন নজরুল ইসলাম জিতু ও সাধারন সম্পাদক ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফুপাতো ভাই ছায়েদুর রহমান স্বপন। গত ৫ আগষ্ট সরকার পতনের পরে এলাকা ছেড়ে পালিয়ে যান আওয়ামীলীগ নেতা ছায়েদুর রহমান স্বপনসহ কমিটিতে থাকা আওয়ামীলীগ পন্থি লোকজন। সভাপতি পদে থাকা বিএনপি পন্থি নেতা নজরুল ইসলাম জিতু এতদিন মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্ব পালন করছেন। বর্তমানে বাজারের রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বাজারের নতুন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব করেন সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ। এই আওয়াজ উঠার পরে বাজার কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে বিভক্তি তৈরি  হয়ে। মেয়াদোর্ত্তীর্ণ কমিটির বর্তমান সভাপতি নজরুল ইসলাম জিতু’র নেতৃত্ব একপক্ষ প্রস্তাবনার মাধ্যমে বাজারের কমিটি গঠনের কথা চিন্তা করেন। অপরদিকে মেয়াদোত্তীর্ণ কমিটির সিনিয়র সদস্য এম.এ মতিনের নেতৃত্বে অপর পক্ষ চায় ব্যাবসায়ীদের ভোটের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করতে। এ নিয়ে দুই পক্ষের মাঝে দ্বিমত তৈরি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন এমএ মতিনের নেতৃত্বে থাকা পক্ষটি। এরই মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম জিতুর নেতৃত্বে ব্যবসায়ীদের একাংশকে নিয়ে একটি কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিকে অবৈধ পকেট কমিটি বলছেন প্রতিপক্ষের লোকজন। তারা এই কমিটি মানতে নারাজ। প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি চান তারা। অন্যথায় আইনী পদক্ষেপ নিবেন।

এ বিষয়ে ব্যবসায়ী এমএ মতিন, ফিরোজ মিয়া, আফতাব নাছির, কমল চৌধুরীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, পরামর্শ সভার নামে বাজারের ব্যবসায়ীদের একাংশ নিয়ে নিজে আবারও সভাপতি হওয়ার লোভে ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে একটি অবৈধ পকেট কমিটি গঠন করেছেন বিগত কমিটির সকল অনিয়মের অংশীদার নজরুল ইসলাম জিতু। তারা এই অবৈধ পকেট কমিটি মানেন না।

এ বিষয়ে অভিযুক্ত বর্তমান সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জিতু বলেন, তাদের অভিযোগ সত্য নয়। আমি তাদেরকেও বলেছি আসার জন্য, কিন্তু তারা আসেনি। বাজারটি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবাসায়ীদের পরামর্শে একটি কমিটি গঠন করা হয়েছে। এ-ই কমিটির তত্বাবধানে একটি উপকমিটি করে নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেয়া হবে। সব কিছু গুছানো হয়ে গেলে নির্বাচনের মাধ্যমে একটি পুর্নাঙ্গ কমিটি গঠনে আমিও একমত।

এনজে

শেয়ার