Top

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

২৩ নভেম্বর, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

গত ১৬ বছরে চিকিৎসা খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। গত ৪ আগস্ট মেডিকেল কলেজগুলো থেকে শান্তি সমাবেশ বের হওয়া তার প্রমাণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ারও আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চিকিৎসা খাত ছাড়াও আরও অনেক খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই উঠে না। ভবিষ্যতে সরকার বা রাজনৈতিক দলগুলো যেন বিষয়টির দিকে খেয়াল রাখে। এ সময় সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় ক্যাম্পের মাধ্যমে আহতদের সেবা দেয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন। এ সময় আন্দোলনে পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি।

এম জি

শেয়ার