জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাবেক ছাত্রদল নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত ডাল-ভাতের আয়োজন ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। তবে একইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবনের পেছনে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশেদুল আলম বলেন, আজ সকাল ১১টার দিকে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে জানতে পারি, বিএনসিসি ভবনের পেছনে লাল ট্যাপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে আশুলিয়া থানায় জানানো হয় এবং পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। আমাদের ধারণা, এটি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা হয়েছে।
প্রক্টর আরও বলেন, সাবেক ছাত্রদল নেতারা ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং কিছু বহিরাগতও এসেছেন। এ ধরনের প্রোগ্রামের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অনুমতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করবো।
সাভার সার্কেলের আশুলিয়া থানার এডিশনাল এসপি শাহিনুল কবির জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাল ট্যাপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করি। আমাদের মনে হয়েছে এটি আসল বোমা নয় বরং ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির জন্যই এটি রাখা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
এদিকে, ডাল-ভাত আয়োজনের অনুমতি প্রসঙ্গে প্রক্টর বলেন, আমাদের কাছ থেকে এ ধরনের কোনো অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে আয়োজকদের পরবর্তী সময়ে প্রশাসনের অনুমতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে শিক্ষার্থীরা প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।
বিএইচ