Top

লক্ষ্মীপুরে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৯ নভেম্বর, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুল সমূহের সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশনে (ওয়ামী) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলার ১৮টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সরেজমিনে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাইরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজনে খুশি তারা।

অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোনো বোর্ড পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। এ ধরনের আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

আয়োজকরা বলেন, ২০০৬সাল থেকে ওয়ামী লক্ষ্মীপুর জেলাব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। প্রতি বছরই এর পরিধি বাড়ছে। এ বছর ৮হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। এছাড়া এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে।

এম জি

শেয়ার