Top
সর্বশেষ

সোনালী ব্যাংকের কর্মীদের অনৈতিক সর্ম্পক এড়িয়ে চলার পরামর্শ

২২ মার্চ, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
সোনালী ব্যাংকের কর্মীদের অনৈতিক সর্ম্পক এড়িয়ে চলার পরামর্শ

নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মীর সংগে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলার নির্দেশক্রমে পরামর্শ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক। ব্যাংকটির ভিজিলেন্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সরদার মুজিবুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম স্বাক্ষরিত এক আদেশে কর্মীদের এই পরামর্শ দেওয়া হয়।

আদেশের কপি সোনালী ব্যাংকের সব প্রিন্সিপাল অফিস, রিজিওনাল অফিস, করপোরেট শাখা, অন্যান্য শাখা, সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ট্রেনিং ইনস্টিটিউট, স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা, রমনা করপোরেট শাখা, প্রধান কার্যালয়ের সব ডিভিশন, সব জিএম, ডিজিএম, এজিএম ও শাখা ব্যবস্থাপক বরাবর পাঠানো হয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, এই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নারী-পুরুষের অনৈতিক সম্পর্ক বেশ কয়েকবছর ধরে বেড়ে গেছে। এই অবস্থা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের উদ্যোগগুলো কাজে আসছে না। এমন অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কর্মকর্তা আরেক কর্মকর্তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

আবার কেউ কেউ মামলাও করেছেন। এই পরিস্থিতিতে বারবার এই ধরনের অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকতে বলছে ব্যাংকটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। আদেশে বলা হয়েছে, এর আগে নারী-পুরুষ নির্বিশেষে সব সহকর্মীর সংগে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের ব্যাপারে ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী বা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছিলো।

তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নতুন করে আবারও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আদেশ জারি করা হলো। আদেশে আরও বলা হয়, নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মীর সংগে পেশাদারী সম্পর্কের বাইরে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলা বা পরিহার করার জন্য ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ দেওয়া হলো।

শেয়ার