বাংলাদেশ ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’। কোনরকম কাগজপত্র ছাড়া শুধুমাত্র একটা কোড চেপে একাউন্ট খোলার সহজ পদ্ধতি উদ্ভাবন করায় দ্রুত গ্রাহক বাড়ছে বলে মনে করছেন এ খাতে সংশ্লিস্টরা।
তাছাড়া অপর জনপ্রিয় মোবাইল অ্যাপ বিকাশ থেকে নগদ ব্যবহারে খরচ কম হওয়ায় প্রতিদিন-ই নগদের গ্রাহক বাড়ছে হুহু করে। মাত্র চার মাসে এক কোটি ৮০ লাখ নতুন গ্রাহক তৈরি করেছে মোবাইলভিত্তিক এ মাধ্যমটি। বর্তমানে দৈনিক প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে নগদ। বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশেরে নিজস্ব উদ্ভাবন ‘নগদ’। মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এসময় উপস্থিত ছিলেন পোস্ট অফিসের এডিশনাল জেনারেল জাকির হোসেন নুর, নগদ’র উর্দ্ধতন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এলিট, শাফায়েত আলম প্রমুখ।
তানভীর এ মিশুক বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ নগদ’র কার্যক্রম শুরু হয়েছিলো। মাত্র দুই বছরের মধ্যেই বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে স্থান করে নিয়েছে নগদ। গত চার মাসে (নভেম্বর থেকে মার্চের ২০ তারিখ) গ্রাহকভিত্তি তৈরি হয়েছে ১ কোটি ৮০ লাখ। নভেম্বরের আগ পর্যন্ত গ্রাহক ছিলো ২ কোটি সেটি বেড়ে এখন ৩ কোটি ৮০ লাখে। গত নভেম্বর মাসের আগ পর্যন্ত প্রতিদিন গড়ে লেনদেন হতো ১৫০ কোটি টাকা। গত চার মাসে তা বেড়ে এখন প্রতিদিন লেনদেন হচ্ছে ৪০০ কোটি টাকা।
নগদ’র সিইও রাহেল আহমেদ বলেন, আমরা নতুনত্ব আনতে চাই গুণগত মানে। আমাদের এখন দেড় লাখ এজেন্ট কাজ করছে দেশব্যাপী। আমরা ইকোসিস্টেমে কাজ করছি এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকের বেতনও হবে নগদ’র মাধ্যমে। নগদ পোস্ট অফিসের মালিকানা না হলেও নগদ পোস্ট অফিসের রেভিনিউ পার্টনার। রেভিনিউ’র ৫১ শতাংশ পোস্ট অফিসের। নগদ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কতটুকু পালন করতে পারছে এমন প্রশ্নে নগদের উর্দ্ধতন কর্মকর্তা বলেন, আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা শতভাগ পালন করে যাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক প্রতিমাসের পাঁচ তারিখের মধ্যে সব তথ্য জমা দিতে বলেছে। আমরা প্রতি মাসের পাঁচ তারিখের আগেই তথ্য জমা দিয়ে আসছি।
কেন্দ্রীয় ব্যাংক নগদের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বসে ছয় মাসের জন্য এনওসির সুযোগে দেয়। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক আরও দুমাস সুযোগ বাড়িয়ে দেন। শেষ পর্যায়ে শুধু রেভিনিউ না মালিকানাও যাবে পোস্ট অফিসের হাতে।