Top

অনলাইনে শিক্ষা ব্যয় বিদেশে পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

১৩ এপ্রিল, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
অনলাইনে শিক্ষা ব্যয় বিদেশে পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশে শিক্ষা কার্যক্রমের ব্যয় বাবদ অর্থ প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ব্যবস্থায় পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দুটি সেমিস্টার/সেশনের জন্য প্রয়োজনীয় ফি বাবদ টাকা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রেরণ করা যাবে। গত বছরের আগস্ট মাসে দুটি সেমিস্টার/সেশনের জন্য প্রয়োজনীয় অর্থ প্রেরণের অনুমতি বাংলাদেশ ব্যাংক প্রদান করেছিল। সেই অনুমতি ৩১ মার্চ পর্যন্ত বলবৎ ছিল।

চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদ আল মামুন বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন যে, করোনাভাইরাসের কারণে তিনি বিদেশে যেতে পারছে না। অনলাইন ব্যবস্থায় পাঠ্যক্রম চলছে। এ মাসের মধ্যে টিউশন ফি পরিশোধ না করতে পারলে ভর্তি বাতিল হয়ে যেতো।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যে, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেক ছাত্র কোভিডের কারণে বিদেশে যেতে পারছেন না; অনলাইন পদ্ধতিতে অধ্যায়ন করছে। এরূপ পরিস্থিতিতে দুটি সেমিস্টার/সেশনের ব্যয় নির্বাহের সুবিধা প্রদান পঠন কার্যক্রমকে অব্যহত রাখতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

শেয়ার