Top

এনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন হারুনুর রশিদ

২৮ এপ্রিল, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
এনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন হারুনুর রশিদ
নিজস্ব প্রতিবেদক :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন হারুনুর রশিদ। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

হারুনুর রশিদ এনআরবিসি ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং হেড অব অপারেশন্স। তিনি বিভাগীয় প্রধান হিসেবে এনআরবিসি ব্যাংকের আর্থিক প্রশাসন বিভাগ এবং ট্রেজারি বিভাগেও দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন হারুনুর রশিদ। কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন বিভাগ এবং শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে হারুনুর রশিদ এনআরবিসি ব্যাংকে কর্মরত রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে বিকম (অনার্স) এবং এমকম ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘কাস্টমারস সার্ভিসেস ইন ব্যাংকস’ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ব্যাংকিং এবং আর্থিক বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালা, ট্রেনিং ও সেমিনারে অংশ নিয়েছেন।

হারুনুর রশিদ ১৯৭৪ সালের ১ ডিসেম্বর নোয়াখালীর চাটখীল উপজেলায় জন্মগ্রহণ করেন।

শেয়ার