স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স ইলেক্ট্রোট্যাবের স্বত্বাধিকারী ও রাজা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার তানভীর মোস্তফা চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক নির্বাচিত হয়েছেন।
তরুন শিল্পোদ্যোক্তা ও সু- প্রতিষ্ঠিত ব্যবসায়ী তানভীর মোস্তফা চৌধুরী চট্টগ্রামের গুনাগাড়ির বনেদী কাজিম চৌধূরী বাড়ির সন্তান। তিনি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রাক্তন পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কামাল মোস্তফা চৌধুরীর পুত্র।
শিক্ষা জীবনে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা ও রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী চৌধুরী লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিপ্লোমা অর্জনের পরে নর্দামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসল, যুক্তরাজ্য থেকে এলএলবি এবং সিটি ইউনিভার্সিটি লন্ডন, যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক ব্যবসা আইন- এ পিজিডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড এবং চট্টগ্রাম সমিতি ঢাকার সদস্য।