Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

২২ মে, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪২ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১৯ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্সের দর বেড়েছে ৩৮ দশমিক ৯৪  শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের বেড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫১ কোটি ৪০ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ইনডেক্স এগ্রোর ২০ দশমিক ৪৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ২০ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪ দশমিক ৭৭ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৪ দশমিক ৬৭ শতাংশ, রিং সাইন টেক্সটাইলের ১৪ দশমিক ৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪ দশমিক ৪৯ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ১৪ দশমিক ২৯ শতাংশ দাম বেড়েছে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার