Top

করোনায়ও চাঙ্গা ডাচ-বাংলা ব্যাংক

২৫ মে, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ
করোনায়ও চাঙ্গা ডাচ-বাংলা ব্যাংক
সাখাওয়াত প্রিন্স :

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে ডাচ-বাংলা ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযাই পছন্দের প্রথমসারিতে থাকতে নিরলসভাবে কাজ করছে এ প্রতিষ্ঠানটি। যদিও করোনার কারণে অর্থনীতি ছিল বিপর্যস্ত। গত দেড় বছরে বিনিয়োগ কমে যাওয়ায় দেশের প্রতিটি খাতে ব্যবসা-বাণিজ্যে ছিল মন্দাভাব। তারপরও ২০২০ সালে আগের বছরের তুলনায় ব্যাংকটির আমানত, নিট মুনাফা ও সম্পদের পরিমাণ বেড়েছে উল্লেখ্যযোগ্য পরিমাণে।

ডাচ-বাংলা ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযাই দেখা যায় ব্যাংকটি ২০২০ সালে প্রভিশন ও সরকারকে কর প্রদানের পর প্রকৃত বা নিট মুনাফা বেড়েছে ১১৬ কোটি টাকা। ২০১৯ সালে নিট মুনাফার পরিমাণ ছিল ৪৩৪ কোটি ১৪ লাখ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটি টাকা। যা শতাংশ হিসেবে প্রায় ২৭ শতাংশ।

পুঁজিবাজারের তলিকাভুক্ত এ ব্যাংকটি ২০২০ সালে মোট সম্পদ মূল্য ৭৫১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা। নিট সম্পদ মূল্য (এনএভি) শেয়ার প্রতি ৪৯.৯০ টাকা থেকে বেড়ে ৫৮.৪৫ টাকা হয়েছে।

একইসঙ্গে পুঁজিবাজারে থাকা ব্যাংকটির আর্ণিং পার শেয়ার (ইপিএস) ৭.৮৯ টাকা থেকে বেড়ে বর্তমানে প্রতি শেয়ারের দাম ১০ টাকা। শুধু এ খাতেই নয় ২০২০ সালে গ্রাহকের রাখা আমানতের পরিমাণ বেড়েছে ৬ হাজার ৪৬ কোটি টাকা। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬১ কোটি টাকা। গত বছরে ছিল ৩০ হাজার ২১৫ কোটি টাকা।

২০১৯ সালে ব্যাংকটির আমনত পর্যালোচনা করে দেখা গেছে কারেণ্ট ও অন্যান্য অ্যাকাউন্টে আমানত ছিল ৭হাজার ৭৫ কোটি। সেভিংস ডিপোজিটে ছিল ১৪ হাজার ৫৭৫ কোটি টাকা, স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) ৩ হাজার ২৩৩ কোটি টাকা ও ফিক্সট ডিপোজিট ছিল ৫ হাজার ৩৩০ কোটি টাকা।

সেই হিসেবে ২০২০ সালে কারেণ্ট ও অন্যান্য অ্যাকাউন্টে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩১১ কোটি টাকা, সেভিংস ডিপোজিট ১৭ হাজার ২১ কোটি টাকা, স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) ৩ হাজার ৮৩৭ কোটি টাকা ও ফিক্সড ডিপোজিট ৬ হাজার ৯১ কোটি টাকা।

করোনাকালীন এ সময়ে ব্যাংকটির আমানত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাতে ঋণের পরিমাণও বেড়েছে। ২০১৯ সালে ব্যাংকটির নিট ঋণ ও অ্যাডভান্স ছিল ২৪ হাজার ৪৮৮ কোটি টাকা। যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৪ কোটি টাকা। যা আগের ২০১৯ সালের চেয়ে সাড়ে ছয় শতাংশ বেশি।

এদিকে ব্যাংকটির ২০১৯ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ১২৩ কোটি টাকা যা মোট ঋণের সাড়ে চার শতাংশ। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের খেলাপী ঋণের নতুন নিয়মের ফলে ৫৩১ কোটি টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ৫৯২ কোটি টাকা। যার শতাংশ হিসেবে মোট বিতরণকৃত ঋণের ২ দশমিক২ শতাংশ।

ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক ব্যাংক। এটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ৩ জুন, ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ ২০০৪ সালে নিবন্ধিত।

বর্তমানে সারা দেশে এই ব্যাংকের প্রায় ৫০০০ টি এটিএম বুথ (দেশের সর্ববৃহৎ এটিএম নেটওর্য়াক) রয়েছে। এছাড়া ব্যাংকটির প্রায় ৩১০০ টি এজেন্ট বাংকিং অফিস এবং ১১০০ টি ফার্স্ট-ট্রাক রয়েছে। ব্যাংকটির বর্তমানে শাখার সংখ্যা ২১০ টি।

এছাড়া ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং “ডাচ বাংলা মোবাইল ব্যাংক” চালু করে ৩১ মার্চ ২০১১ সালে। যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকায় রয়েছে ডাচ-বাংলা মোবাইল ব্যাংক ‘রকেট’।

শেয়ার