Top

নিয়মের বেশি ঋণ দিয়েছে ১১ ব্যাংক

২৭ মে, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
নিয়মের বেশি ঋণ দিয়েছে ১১ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

কভিডের প্রাদুর্ভাবে দেশের বেশিরভাগ খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে। এতে সরকারি-বেসরকারি খাতে বড় আকারের ঋণ বিতরণ অনেকটা কমে যায়। দেশের আমদানি-রফতানিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় ঋণের চাহিদা স্বাভাবিকের তুলনায় ছিল কম। এরপরও ১১টি ব্যাংক (কনভেনশনাল ও ইসলামী) ঋণ আমানত অনুপাত (এডিআর) মেনে চলতে পারেনি। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ঋণ দিচ্ছে এসব ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ২৫ মার্চ পর্যন্ত ঋণ-আমানত অনুপাত (এডিআর) সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। ঋণ আমানত অনুপাত অতিক্রম করে ঋণ দিলে গ্রাহকের আমানত ঝুঁকির মধ্যে পড়ে। এই ঝুঁকি নিরসনেই ব্যাংকগুলোর জন্য সময় সময় এডিআর নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

করোনার অভিঘাত মোকাবেলায় ঋণ প্রবাহ বাড়াতে গত বছর ঋণ-আমানত অনুপাত (এডভান্স ডিপোজিট রেশিও-এডিআর) বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২ শতাংশ বাড়িয়ে কনভেনশনাল (প্রচলিত) ব্যাংকগুলোর জন্য ৮৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য ৯২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ প্রচলিত ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ টাকা ঋণ দিতে পারবে। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলো দিতে পারবে ৯২ টাকা।

এডিআর বাড়ানোর পরও মার্চ মাসে ১১টি ব্যাংক এই অনুপাত অতিক্রম করেছে। এর মধ্যে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে বেসিক ব্যাংক রেশিও অতিক্রম করে ১০০ দশমিক ১৪ শতাংশ ঋণ দিয়েছে, পদ্মা ব্যাংক ৯৯.৫৫ শতাংশ ও ন্যাশনাল ব্যাংক ৯১.১৪ শতাংশ। এই দুটি ব্যাংক আগে থেকেই এডিআর মেনে চলতে পারছে না। সম্প্রতি নির্ধারিত মাত্রায় এডিআর নামিয়ে আনতে না পারলে ন্যাশনাল ব্যাংক ঋণ দিতে পারবে না বলে কেন্দ্রীয় ব্যাংক নিষেধাজ্ঞা দিয়েছে। এর বাহিরে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যার ঋণ বিতরণ প্রায় ৯৩.৭৩ শতাংশ।

এছাড়াও ৭টি বেসরকারি ব্যাংক এডিআর মেনে চলতে পারছে না। এদের মধ্যে চতুর্থ প্রজন্মের দুটি বেসরকারি ব্যাংকও আছে। আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবিবিএল) ঋণ আমানত অনুপাত উপেক্ষা করে ঋণ বিতরণ করেছে ৯০.৭৩ শতাংশ, এক্সিম ব্যাংক ৯২.২৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৯৪.২৬ শতাংশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৮৮.৯৫ শতাংশ। সোশ্যাল ইসলামী ব্যাংক ৯৪.৫৯, ইউনিয়ন ব্যাংক ৯৫.৩৪ শতাংশ।

ব্যাংকগুলো নির্ধারিত মাত্রায় এডিআর ধরে না রাখা প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, কেন ব্যাংকগুলো এডিআর মেইনটেইন করতে পারছে না তা আমরা দেখবো। তবে ব্যাংকখাতের অতিরিক্ত তারল্য আছে এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের প্রয়োজন বিবেচনায় নিয়ে এডিআর বেশি হলেও কিছু ক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে।

এদিকে করোনার ফলে ঋণের চাহিদা কম থাকায় সার্বিক ভাবে গেল মার্চ মাসে ব্যাংক খাতে ঋণ আমানত অনুপাত দাঁড়িয়েছে ৭২.৮২ শতাংশ। এর মধ্যে প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকগুলোতে এই হার ৬৮.১৩ শতাংশ, আর ইসলামী ব্যাংকগুলোতে ৮৪.৫৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ আমানতের অনুপাতের চেয়েও ৯৩.৭৩ শতাংশ ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল বলেন, করোনাকালে আমাদের বিভিন্ন ধরণের কৃষি প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন করতে হয়েছে। এ কারণে এডিআরটা কিছুটা বেড়ে গেছে তাবে জুনের মধ্যে নির্ধারিত সংখ্যায় চলে আসবে।

শেয়ার