Top

সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন ছাদেক হোসাইন

২৮ মে, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন ছাদেক হোসাইন
নিজস্ব প্রতিবেদক :

দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নুরুদ্দিন মোহাম্মদ ছাদেক হোসাইন।

গত (২৫ মে) তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থেকে এ পদন্নোতি পান। এরআগে তিনি প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নুরুদ্দিন মোহাম্মদ ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি এমবিএ এবং ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণের জন্য তিনি সুইজারল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন ও সলিমুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সহ-সভাপতি।

তিন দশকের চাকরি জীবনে তিনি ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের বহু শাখা এবং প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

নুরুদ্দিন মোহাম্মদ ছাদেক হোসাইন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জঙ্গলপুর গ্রামের একটি ঐতিহ্যবাহি, উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আলী হোসেন (৯৩) এমএম, বিএ, বিএড কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার চাচা মোহাম্মদ হোসেন (৯৫) এমএ ও এমএড উক্ত এলাকার শীর্ষস্থানীয় শিক্ষিত ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি প্রথম জীবনে পায়ের খোলা হাই স্কুলের হেডমাস্টার ও বাতিসা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে ফেনী পিটিআই’র সুপারিনটেনডেন্ট এবং সর্বশেষ চট্টগ্রাম পিটিআই’র সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন সমাপ্ত করেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।

শেয়ার