ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৭১ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৪ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৬১ লাখ ৮২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের বেড়েছে ৩৩ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৩ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এবি ব্যাংকের ৩০ দশমিক ৮৩ শতাংশ, আমান ফিডের ৩০ দশমিক ৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৯ দশমিক ৬৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ২৯ দশমিক ৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২৯ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৭ দশমিক ৩৬ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৭ দশমিক ১৫ শতাংশ দাম বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস