সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯ বারে ২৬ লাখ ৭৮ হাজার ৩০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইফাদ অটোসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৩৮ বারে ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৩৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আফতাব অটোসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৭১৪ বারে ৫ লাখ ২২ হাজার ৩১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, যমুনা ব্যাংকের ৯ দশমিক ৮৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৯ দশমিক ৫৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস