সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০৫ বারে ২১ লাখ ৪৫ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২০ বারে ৩ লাখ ৫৫ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮৫ বারে ১১ লাখ ৯ হাজার ৮৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩১ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬ দশমিক ২৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৬ শতাংশ ও ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫দশমিক ০১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস