Top

বাজেট ব্যবসাবান্ধব ও পুঁজিবাজার উন্নয়নমুখী: ডিএসই

০৩ জুন, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
বাজেট ব্যবসাবান্ধব ও পুঁজিবাজার উন্নয়নমুখী: ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২১-২২ অর্থবছরের বাজেটকে ব্যবসাবান্ধব ও পুঁজিবাজার উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে। ডিএসই বলছে, এই বাজেট পুঁজিবাজারকে আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার উপযোগী।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন প্রশংসা করে ডিএসই।

ডিএসই থেকে জানানো হয়, পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট করহার আরও কমিয়ে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২৫ শতাংশ এর স্থলে ২২.৫০ শতাংশ বিষয়টিকে ডিএসই অভিনন্দন জানিয়েছে। কর্পোরেট করহার কমানোর ফলে বাংলাদেশের বৃহৎ এবং স্বনামধন্য কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভক্ত হতে আগ্রহী হবে।

প্রস্তাবিত বাজেটে অনুযায়ী বাংলাদেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট যথা: ট্রেজারি বন্ড, সুকুক, ডেরিভেটিভ, অপশন এর লেনদেন চালু করা, এসএমই ও এটিবি বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন ইন্ড মিউচুয়্যাল ফান্ড তালিকাভুক্ত করা, পুঁজিবাজারের সহায়ক ইকোসিস্টেম ও সার্বিক সুযোগ সুবিধার উন্নয়ন এবং স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যে সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

এছাড়াও, মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্বাস্থ্য ও কোভিড-১৯ মহামারি মোকাবেলা, কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্ট, দারিদ্র দূরীকরণ, পল্লী উন্নয়ন, অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ ও নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শেয়ার