চলতি বছরের মে মাসের শীর্ষ ডিলারের তালিকায় প্রথম স্থান দখল করেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শীর্ষ ডিলারের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে দোহা সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড, ষষ্ঠ ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, নবম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
এরপর রয়েছে যথাক্রমে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটড, সার সিকিউরিটিজ লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড এবং হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস