Top

বিআইসিএম ও বিএএসএম’র ডিগ্রিধারীরা নিয়োগ-পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন

০৬ জুন, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
বিআইসিএম ও বিএএসএম’র ডিগ্রিধারীরা নিয়োগ-পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটস (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) কর্তৃক আয়োজিত পোস্ট প্রযাজুয়েশন, মাস্টার্স এবং সার্টিফিকেট প্রোগ্রাম সংক্রান্ত ডিগ্রি বা ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- একটি দক্ষ, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের লক্ষ্যে পুঁজিবাজারে কর্মরত কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি প্রয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) কর্তৃক বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং সার্টিফিকেট প্রোগ্রাম চলমান রয়েছে।

বর্ণিতাবস্থায়, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) কর্তৃক আয়োজিত পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং সার্টিফিকেট প্রোগ্রাম সংক্রান্ত ডিগ্রি বা ডিগ্রিধারীদের বিবেচনা বা স্ব স্থ প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী অগ্রাধিকার প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার