Top

আইসিবি ও আইসিবি ক্যাপিটালকে দুই ফান্ডের ট্রাস্টি থেকে অব্যাহতি

০৭ জুন, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
আইসিবি ও আইসিবি ক্যাপিটালকে দুই ফান্ডের ট্রাস্টি থেকে অব্যাহতি
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালিত দুইটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টিশীপ অন্য কোনো স্বাধীন ট্রাস্টির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার  বিএসইসির ৭৭৬তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ড দুইটি আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরিচালনা করে। বিনিয়োগকারীদের স্বার্থে ফান্ড দুইটির পরিচালনা থেকে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে অব্যাহতি প্রদানপূর্বক অন্য কোনো স্বাধীন ট্রাস্টির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবি’রই সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার