সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০৮ বারে ৯ লাখ ১৩ হাজার ১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২১৯ বারে ২৬ লাখ ৮ হাজার ৭৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৬ বারে ৪ লাখ ১৮ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৮.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৮৯ শতাংশ, ইসলামী ফাইন্যান্সের ৬.৫৮ শতাংশ, রূপালীইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ ন্যাশনাল ফিড মিলের ৫.৬৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৫৬ শতাংশ ও ইনফরমেশন টেকনোলজির ৫.৪৫ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস