Top

দর পতনের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স

১৬ জুন, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪১৭ বারে ২৬ লাখ ২৮ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪৯৩ বারে ২০ লাখ ৬১ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২০৫ বারে ৩৩ লাখ ৭ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এস আলমের ৬.০৪ শতাংশ, লুব-রেফের ৫.৭৬ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৫.৩০ শতাংশ, মীর আখতারের ৫.২০ শতাংশ, জেনেক্সের ৪.৭০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ৪.০৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার