সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৮২২ বারে ৪৭ লাখ ১০ হাজার ১৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৪ বারে ৩২ লাখ ৬ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯০২ বারে ১ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫.৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৩.৯৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস