সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪১৭ বারে ২৬ লাখ ২৮ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১০৮ বারে ১৩ লাখ ৩৪ হাজার ২১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৪ বারে ৭ লাখ ৮৮ হাজার ৪৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৭৬ শতাংশ, লুব-রেফের ৫.৭৫ শতাংশ, মীর আখতারের ৫.২৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.২৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৫.২৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস