প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা না পাওয়ার কঠোর সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। সোমবার (২১ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে সব শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে।
আবাসিক ফি ও পরিবহণ ফি প্রত্যাহার, আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীকে দ্রুততম সময়ে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থার দাবিতে এ কর্মসূচির পালিত হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। আমরা চীন থেকে উপহারের যে টিকা পেয়েছি সেটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেয়ার কথা ছিল।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন সাদ্দাম। তিনি বলেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়হীতার কারণে মেডিকেল-ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা টিকার আওতায় আসলেও এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা টিকার আওতায় আসেনি।
শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দশনা দিয়েছেন সেটি সারাদেশে ছাত্র সমাজের কাছে পবিত্র আমানত। সেই আমানত অনুযায়ী অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হলের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
সঞ্জিত চন্দ্র দাস বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি সংগঠন।আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সব এটি মাথায় রেখেই কাজ করছি। সে জায়গা থেকে শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রলীগ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ইতিমধ্যে করোনা মহামারি কারণে ঢাকা বিশ্বদ্যিালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানসিক টেনশনের মধ্যে রয়েছে। এ অবস্থায় তারা মানসিক বিকারগ্রস্তে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা কোন ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। একইসঙ্গে দীর্ঘদিন থেকে চাকরিরও কোন পরীক্ষাও হচ্ছে না।
সঞ্জিত আরও বলেন, আমরা দেখেছি, শিক্ষার্থীদের এসব হতাশার জায়গা থেকে তারা বিভিন্ন সময় আত্মহত্যার পথ পর্যন্ত বেঁচে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাবিসহ সারাদেশের সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। টিকা কার্যক্রম সম্পন্ন হলে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করে দিতে হবে। আপনাদের রাজনৈতিক কারণে সাধারণ শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা এটি আর চায় না।
আবাসিক হল খুলে দেয়া প্রাণের দাবি। তিনি বলেন, আমরা বলতে চাই, কেবলমাত্র আবাসিক শিক্ষার্থী নয় আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হল খুলে দেয়ার যে মনোবাসনা রয়েছে সেটির দ্রুত সমাধান করতে হবে।