Top

লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

২১ জুন, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে বস্ত্র খাত
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার লেনদেনের মধ্যে ২১.২৬ শতাংশ  লেনদেন করে সবার শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন বস্ত্র খাতের কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টির। দর কমেছে ১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বীমা খাত। দিন শেষে খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১১.২১ শতাংশ। লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির। দর কমেছে ৬টি কোম্পানির।

খাত ভিত্তিক লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। দিন শেষে খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১১.০২ শতাংশ। দিনশেষে খাতটিতে ২৫টি কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ৩টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির।

এছাড়া, বিবিধ খাতে ১০.৮৯ শতাংশ, ওষুধ খাতে ৭.৪৭ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৭.২১ শতাংশ, চামড়া খাতে ২.৮৮ শতাংশ,  খাদ্য খাতে ২.৩৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.৯৬ শতাংশ, আইটি খাতে ১.০২ শতাংশ, সিরামিক খাতে ১.০১ শতাংশ, ভ্রমন খাতে .৪৪ শতাংশ,পেপার খাতে .৩৭ শতাংশ লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার