সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২০২ বারে ১৬ লাখ ৭৭ হাজার ৩৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্কয়ার টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৭৯৬ বারে ১৩ লাখ ৩০ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৫০২ বারে ১১ লাখ ৫১ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৮৮ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৮৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৮১ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ৯.৮১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস