সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির ৭৪ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৯০ লাখ ৩৪ হাজার ৯৪০টি শেয়ার ৮৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৪ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ৪ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭১ লক্ষ ৪৪ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ৬৩ লক্ষ ৮৯ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তাছাড়া, মালেক স্পিনিংয়ের ৩ কোটি ২৩ লক্ষ ৯৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯৭ লক্ষ ৩০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬০ লক্ষ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৩ লক্ষ ৮৩ হাজার টাকার, এস আলমের ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ৮৭ লক্ষ ৫০ হাজার টাকার, দেশবন্ধুর ৭ লক্ষ টাকার, ফারইস্ট লাইফের ৬৮ লক্ষ টাকার, গ্রীন ডেল্টার ৫৬ লক্ষ ৫০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫৩ লক্ষ ৪৭ হাজার টাকার, ইফাদ অটোর ৪৮ লক্ষ ১৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩৮ লক্ষ ৫৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৩৪ লক্ষ ৮৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩০ লক্ষ ৩০ হাজার টাকার, একমি ল্যাবের ৩০ লক্ষ ১৩ হাজার টাকার, কাট্টালি ইন্স্যুরেন্সের ২৭ লক্ষ ৪৮ হাজার টাকার, মেঘনা লাইফের ২৭ লক্ষ টাকার, আমান কটনের ২৫ লক্ষ ৫০ হাজার টাকার, নেশনাল হাউসিংয়ের ২৪ লক্ষ ১০ হাজার টাকার, মারিকোর ২১ লক্ষ ৩০ হাজার টাকার, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ২০ লক্ষ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২০ লক্ষ ৪৮ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ২০ লক্ষ ২৬ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৯লক্ষ ৭১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১৯ লক্ষ ৫০ হাজার টাকার, আমান ফিডের ১৬ লক্ষ ৯৫ হাজার টাকার, কর্ণফুলীর ১৩ লক্ষ ৮৯ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১০ লক্ষ ৮৯ হাজার টাকার, সোনার বাংলা ইন্সুরেন্সের ১০ লক্ষ ৩৮ হাজার টাকার, এফবিএফআইএফের ৯ লক্ষ ৯৪ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৯ লক্ষ ৫৬ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৮ লক্ষ ২ হাজার টাকার, ডেল্টা লাইফের ৭ লক্ষ ৬৮ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৭ লক্ষ ৪০ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লক্ষ ৪৯ হাজার টাকার, সী-পার্লের ৭ লক্ষ ৩৮ হাজার টাকার, তাকাফুল ইন্স্যুরেন্সের ৬ লক্ষ ৭৬ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৬ লক্ষ ৭৫ হাজার টাকার, রূপালী লাইফের ৬ লক্ষ ৪৫ হাজার টাকার, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ৫ লক্ষ ৮০ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৫ লক্ষ ৭৪ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লক্ষ ৩৮ হাজার টাকার, ই-স্কয়ার নিটিংয়ের ৫ লক্ষ ৩৬ হাজার টাকার, ই-জেনারেশনর ৫ লক্ষ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস