Top

জবিতে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কমিটি গঠন

২২ জুন, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
জবিতে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কমিটি গঠন

জবি প্রতিনিধি:

সর্বদা মানব সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি এর জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূর্নাঙ্গ শাখা গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাইমুর রহমান সাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরাবুল ইসলাম সৌদিপ এবং সদস্য সচিব উম্মে তহমিনা জেরীফ মিশু। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়া কমিটিতে দায়িত্ব পেয়েছেন যুগ্ম আহ্বায়ক পদে শাহাদাত হোসেন অনু, এ.এম. রাফিদুল্লাহ। আহ্বায়ক সদস্য সাবিনা আক্তার, নুরুন নাহার জনা, রুকাইয়া মিজান মিমি, নাজমুন নাহার মুনা, ফাতেমা তুজ জোহরা ইমু ও অনন্য প্রতীক রাউত।

দায়িত্ব পেয়ে মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, “অসহায় মানুষদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিতকল্পে প্রত্যেক মানুষের এগিয়ে আসা উচিত। এগিয়ে আসা স্বেচ্ছাসেবীদের নিয়ে মানবসেবার আদর্শে বৈষম্যতা দূরীকরণে এগিয়ে যাবে আমাদের এই সংগঠন।

”উম্মে তহমিনা জেরীফ মিশু বলেন, “দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং বর্তমান সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায়, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কর্মকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রসারিত করতে দৃঢ় প্রত্যাশী এ কমিটি। স্বেচ্ছাসেবীরাই এই সংগঠনের শক্তি। সংগঠনের সবাইকে নিয়ে মানবসেবায় ব্রতী হোক সকল স্বেচ্ছাসেবী।”

প্রসঙ্গত, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের পহেলা মে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার