পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর বিষয়ে কিছুটা পরিবর্তন এনেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত আগেই নিয়েছে। এরমধ্যে পাবলিক অফারের মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। এছাড়া, ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংকের পর্ষদ। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বন্ড ইস্যু করার বিষয়ে পরিবর্তন এনেছে ব্যাংকের পর্ষদ।
পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি অতিরিক্ত টায়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহয়তা করবে। ঝুঁকিভিত্তিক মূলধন প্রাপ্যতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করতে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।
বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস