Top

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত

২৫ জুন, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত

কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২৫ জুন) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। তিনি বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ট্রেজারার স্যারের তত্ত্বাবধানে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস যাবে।

এর আগে বৃহস্পতিবার রাতে পরীক্ষা কমিটির এক মিটিং এ সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, গত ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা ১৩ জুন থেকে সশরীরে শুরু করার। সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন থেকে পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুনরায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার