Top

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস প্রদানে প্রজ্ঞাপন জারির দাবি

২৬ জুন, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস প্রদানে প্রজ্ঞাপন জারির দাবি
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা হতে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস বা উৎসব ভাতা দিতে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে।

শনিবার (২৬ জুন) এক ভার্চুয়াল মিটিংয়ে এ দাবি জানায় এমপিওভুক্ত ১০টি শিক্ষক সংগঠনের জোট ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’।

কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এই মিটিং হয়। মিটিং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক সমিতি এবং বঞ্চিত শিক্ষক সমাজ। সভায় সরকার আরোপিত কঠোর লকডাউনের কারণে দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইনুদ্দীন, জোটের উপদেষ্টা ও বাবেশিকফোর মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ আলী মিয়া শামীম, সভাপতি বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ।

যুগ্ম-আহ্বায়কদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি, আবুল বাশার নাদিম, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চ, রাকিবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ, আবুল বাশার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, উপাধ্যক্ষ আবদুর রহমান, সহ-সভাপতি, বাবেশিকফো, মো. সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি এবং মোহাম্মদ মতিউর রহমান দুলাল, মো. মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব বাবেশিকফো।

শেয়ার