Top

আল-আরাফাহ ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন

২৮ জুন, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ
আল-আরাফাহ ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড  বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি প্রস্তাবিত ৫০০ কোটি টাকার বন্ডের সব ইউনিট/লট প্রাইভেট প্লেসমেন্টে বিক্রি না করে এর একটি অংশ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।

গত ৩০ ডিসেম্বর, ২০২০ তারিখে ব্যাংকটি পারপেচুয়াল বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সব ইউনিট/লট বরাদ্ধ দেওয়ার কথা ছিল।

ব্যাংকটি প্রস্তাবিত বন্ডের ৯০ শতাংশ তথা ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেবে। বাকী ১০ শতাংশ তথা ৫০ কোটি টাকার ইউনিট/লট প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার